সংবাদ কলকাতা: ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রি-রেজিষ্ট্রেশন সিস্টেম চালু করল নির্বাচন কমিশন। এর ফলে ১৮ বছর থেকে যাঁদের বয়স কিছুটা কম আছে, তাঁরাও ভোটার তালিকায় নাম তোলার জন্য আগাম আবেদন করতে পারবেন। একথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। বুধবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে ভোটার দিবস পালনের অনুষ্ঠানে এসে তিনি একথা বলেন।
এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, নতুন ভোটারদের জন্য প্রি-রেজিষ্ট্রেশন সিস্টেম চালু করা হয়েছে। এই সিস্টেম অনুযায়ী, ১৭ বছর হলেই ভোটার তালিকায় নাম রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন। অতএব যাঁদের বয়স বছরের ১লা জানুয়ারীতে ১৮ বছরের কয়েকদিন বা কয়েক মাস কম আছে; অথচ সামনেই বছরের মাঝামাঝি সময়ে ভোট রয়েছে; সেই সময় তিনি প্রাপ্ত বয়স্ক হয়ে যাবেন; কিন্তু ভোটার তালিকায় নাম না থাকার জন্য ভোট দিতে পারবেন না; তাঁদের আর অপেক্ষা করতে হবে না। নির্দিষ্ট সময়েই তাঁরা ভোটার হয়ে যাবেন। এমনকি পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে পৌছে যাবে তাঁদের ভোটার কার্ড। নতুন ভোটারদের উৎসাহিত করতেই নির্বাচন কমিশনের এই নতুন পদক্ষেপ বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এতদিন নির্বাচন কমিশনের নিয়ম ছিল, বছরের ১ লা জানুয়ারীর মধ্যে ১৮ বছর বয়স হলে তবেই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করা যাবে। ফলে যাঁদের জন্ম তারিখ ১ লা জানুয়ারির পরে, তাঁরা আর সেই বছরের ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারতেন না। সেজন্য সেই বছরে কোনও ভোট থাকলেও তাঁরা সেই ভোট দিতে পারতেন না। ভোটের সময় প্রাপ্ত বয়স্ক হয়ে গেলেও অপেক্ষা করতে হতো পরের বছরের জন্য। নতুন প্রক্রিয়ায় সেই সমস্যা সমাধানের জন্য নির্বাচন কমিশন এই নতুন নিয়ম চালু করেছে। জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এই ব্যবস্থার ফলে সারাদেশে অতিরিক্ত ১৭ লাখ আবেদনকারী আবেদন জানিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৯৪ কোটি ৫০ লক্ষ ভোটার রয়েছে। যার মধ্যে ১ কোটি ৪৩ লক্ষ ১৮-১৯ বছর বয়সী ভোটার।
এদিন জাতীয় ভোটার দিবসে রাজ্যের ২৩ জেলার সেরা নির্বাচনী আধিকারিকদের পুরস্কৃত করা হয়েছে। যা প্রথা অনুযায়ী প্রতি বছরই এভাবে পুরস্কৃত করে থাকে কমিশন। এদিন দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক ভোটার তালিকায় উল্লেখযোগ্য কাজের জন্য পুরস্কৃত হয়েছেন। দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণকে পুরস্কৃত করা হয় ত্রুটিমুক্ত ভোটার তালিকার জন্য। এছাড়া আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনাকে পুরস্কৃত করা হয় ভোটারদের ভোট দানে উৎসাহিত করার জন্য।
