November 1, 2025
রাজ্য

১৭৫ জন শিশু ও গর্ভবতী মহিলার খাবার রান্না হচ্ছে খোলা আকাশের নিচে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

খোলা আকাশের নিচে রান্না হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা গিয়েছে আইসিডিএস সেন্টার গুলির বেহাল দশার ছবি ধরা পড়ে । আর এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফরিদপুর আইসিডিএস সেন্টারে বেহাল দশা ধরা পড়লো। আইসিডিএস স্কুলে ঢোকার সময় মনে হতেই পারে এটা কোন শাসক দলের পার্টি অফিস। আইসিডিএস সেন্টারের নামের পাশেই জ্বলজ্বল করছে শাসক দলের জোড়া ফুলের প্রতীক চিহ্ন। ভিতরে দুটি ঘর রয়েছে, ঘরের মধ্যে পাখা থাকলেও নেই কোন আলোর ব্যবস্থা। তাই ঘরের ভিতরটা প্রায় অন্ধকার বললেই চলে। ঘরের জানলা আছে সেই জানলা খুলেই কাজ চালানো হয়।তারপর আসা যাক আইসিডিএস সেন্টারের রান্নাঘরে। রান্নাঘরে উনুন আছে কিন্তু নেই কোন চাল। খোলা আকাশের নিচেই রান্না করতে হয় আইসিডিএস কর্মীদের। যে কোন মুহূর্তেই রান্না হওয়ার সময় খাবারের মধ্যে বিষাক্ত কিছু পড়ার সম্ভাবনা আছে। দীর্ঘ ৬ মাস ধরে খোলা আকাশের নিচে রান্না হচ্ছে স্থানীয় সদস্য থেকে পঞ্চায়েতে জানিয়েও হয়নি কোন সূরাহা। অভিযোগ, আইসিডিএস সেন্টারের কর্মীদের। যে আইসিডিএস সেন্টারের খাবার ছোট ছোট শিশু থেকে গর্ভবতী মায়েরা খায়, সেই খাবার তৈরি ঘরের এই দুর্দশা কবে ঘুচবে তা নিয়েই উঠছে প্রশ্ন।
তবে এলাকার সদস্য সঙ্গে কথা বলে জানা যায় এই আইসিডিএস এর সেন্টারে জন্য আলাদা একটি ঘরের সরকার থেকে মঞ্জুর হয়েছে। কিছুদিন পরে সেই ঘর নির্মাণের কাজ শুরু হবে।

Related posts

Leave a Comment