সংবাদ কলকাতা: হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের এবার মিলবে কিছুটা স্বস্তি। কমল বাণিজ্যিক গ্যাসের দাম। একধাক্কায় সিলিন্ডার প্রতি ১৭১ টাকা ৫০ পয়সা দাম কমানো হয়েছে। আজ মে দিবসে এই ঘোষণা করল কেন্দ্র। তবে গৃহস্থের ব্যবহার্য গ্যাসের দাম অপরিবর্তই থাকল। কলকাতায় ১৪.২ কেজি ওজনের ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ১১২৯ টাকাই থাকছে।
এর ফলে আজ থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে দাঁড়াল ১৯৬০ টাকা ৫০ পয়সা। যা আগে ছিল ২,১৩২ টাকা। যদিও এই দাম কমের প্রভাব এক এক রাজ্যে এক এক রকম হতে চলেছে। যেমন দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম কমে হয়েছে ১৮৫৬ টাকা ৫০ পয়সা। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হল ২০২১ টাকা। মুম্বইতে আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯৮০ টাকা। এখন সেটা কমে হয়েছে ১৮০৮ টাকা।
প্রসঙ্গত গত মার্চ মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৩৫০ টাকা। গত ১ এপ্রিলে সেই সিলিন্ডারের দাম কমে ৮৯ টাকা ৫০ পয়সা। এবার আরও ১৭১ টাকা ৫০ পয়সা কমল।