18 C
Kolkata
December 24, 2024
দেশ

১৬ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

নতুন দিল্লি, ১৮ জুন: একসঙ্গে অনেকটা মহার্ঘ ভাতা বাড়ানো হল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় সংক্রান্ত দফতরের তরফে এবিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি কর্মচারীদের ১৬ শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে। তবে কোন কোন সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল, সেবিষয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং স্বশাসিত কেন্দ্রীয় প্রতিষ্ঠানের কর্মচারীরা এখনও পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পান, তাঁদের ডিএ ১৬ শতাংশ বাড়ানো হচ্ছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং স্বশাসিত কেন্দ্রীয় প্রতিষ্ঠানের কর্মচারীরা এতদিন ৩৯৬ শতাংশ হারে ডিএ পেতেন। এখন থেকে তাঁরা পঞ্চম বেতন কমিশনের আওতায় ৪১২ শতাংশ ডিএ পাবেন।

Related posts

Leave a Comment