কোচবিহার জেলা ১০০ দিনের কাজে বকেয়া টাকা দেওয়ার পরিমাণে উত্তরবঙ্গের মধ্যে প্রথম স্থান ও রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে। আজ, সোমবার থেকে রাজ্য সরকারের দেওয়া প্রায় ২২২ কোটি টাকা ঢুকতে শুরু করেছে কোচবিহার জেলার প্রায় পাঁচ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে পুলিশ সূত্রে খবর, এই ১০০ দিনের কাজের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলায় বকেয়া এই টাকার পরিমাণ কোচবিহার জেলা থেকে বেশি।