October 31, 2025
রাজ্য

১০০টি বিধানসভায় এগিয়ে বিজেপি, ২৬-এ হাওয়া বদল হবেই, দাবি সুকান্তর

সংবাদ কলকাতা, ৭ জুন: টার্গেট ছিল ৩০ আসন। হল না। বরং জেতা আসনও হারতে হয়েছে বঙ্গ বিজেপি-কে। শুধু হার নয়। বলা চলে মুখ থুবড়ে পড়েছে। বঙ্গ বিজেপির এক সময়ের সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মতো শক্তিশালী নেতারা হেরেছেন। বিজেপি কি আগামীতে ঘুরে দাঁড়াতে পারবে? এরই উত্তর দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, হাওয়া ঘুরতে বেশি সময় লাগবে না। বিজেপি রাজ্যে ৬টি আসন হারালেও ১০০টি বিধানসভায় এগিয়ে। এমনই আভাস দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার ক্ষেত্রে কোনওভাবে পিছিয়ে নেই। বরং গত বিধানসভা ভোটের তুলনায় ১০০টি আসনে এগিয়ে রয়েছে।

প্রসঙ্গত এতদিন বামেদের ভোট বিজেপিতে গেছে বলে দাবি করা হতো। এবার সেই ভোট তৃণমূলে গেছে বলে অনেকে দাবি করেন। এপ্রসঙ্গে সুকান্ত বাবু বলেন, পরপর দুই থেকে তিনবার আমরা ৩৮ শতাংশের বেশি ভোট পেয়েছি। সুতরাং সাংবাদিকদের বলা উচিত নয়, বামেদের ভোট রামে গেছে। কারণ, এই নির্বাচনে বিজেপি প্রায় ৩৯ শতাংশ ভোট পেয়েছে। অথচ তৃণমূলের প্রায় তিন শতাংশ ভোট কমেছে। ২০২১-এর বিধানসভায় তৃণমূল ৪৮ শতাংশ ভোট পেয়েছিল। এবার প্রাপ্ত ভোট ৪৬ শতাংশ হয়েছে।

তিনি বৃহস্পতিবার দিল্লিতে জয়ী সাংসদদের বিশেষ বৈঠকে রওনা দেওয়ার আগে সংবাদ মাধ্যমকে বলেন, “এই মুহূর্তে ১০০ বিধানসভায় বিজেপির লিড আছে। যেখানে ২০২১-এ আমাদের ৭৭টি বিধানসভা লিড ছিল। আরেকটু জোরে ধাক্কা দিলেই আমরা ১৩০ থেকে ১৪০ এ পৌঁছে যাব। কোনো পার্টি যদি রাজ্যে ক্ষমতায় না আসে তখনই বলা হয় তাদের সাংগঠনিক দুর্বলতা আছে। ২০১৯ সালে যখন আমরা জিতেছি, তখনও সাংগঠনিক দুর্বলতা ছিল। তখনও আমরা তৃণমূলের থেকে বেশি আসন পাইনি। সাংগঠনিক দুর্বলতা ক্ষমতায় আসার আগে অবধি থাকে। ক্ষমতায় এসে গেলে তখন বলা হয় আর সাংগঠনিক দুর্বলতা নেই। হতাশার মতো বা নিরাশার মতো কিছু হয়নি। আমাদের আর একটু ধাক্কা মারতে হবে। ২৬- এর আগে হাওয়া বদল হবেই। ১০০টা বিধানসভায় আমরা এগিয়ে আছি। ১৪০ অব্দি পৌঁছতে একটু ধাক্কা দরকার। খুব বেশি দূরত্ব বাকি নেই।”

Related posts

Leave a Comment