অরবিন্দ সরকার
আন্তর্জাতিক স্বভাব কবি
বহরমপুর, মুর্শিদাবাদ।
ভালো কবিতায় লেগেছে ছত্রাক,
গল্পের অন্তেষ্টি ক্রিয়া
উপন্যাসে ধরেছে – মড়ক রোগ,
প্রবন্ধের পরকীয়া।
ভ্রমন ভূতরোগে আজব কাহিনী,
শিক্ষনে অপা প্রিয়া
শিশুদের ছড়া আগ্ মার্কা মারা,
এপাংএ ফাটে হিয়া।
গোয়েন্দার গলায় তদন্তের দড়ি,
রহস্যের ফাঁসি দিয়া
তুলির টানের হাঁক কোটি টাকা,
এখন গেছে ভুলিয়া।
শিল্পের অগ্রগতি বারোমাসি ধান,
ফলে সর্ষে বুনিয়া
বিদ্বজ্জনের মতি গতি, ভীমরতি,
কলম বন্ধক প্রক্রিয়া।
গল্পদাদুর আসর বন্ধ রেডিও’র,
ঠাকুরমার ঝুলিয়া
মোবাইলে চ্যাট,আবর্জনা ভ্যাট,
রানার গেছে মরিয়া।
সাহিত্য সভায় শংসাপত্র বিক্রি,
মেডেল মেমেন্টো হাঁকিয়া
নেমপ্লেটে নাম,ব্যবসার বদনাম,
মিডিয়া ধরে বাগিয়া।
previous post
next post