সোনভদ্র, ২৫ মে: হোটেল রুম থেকে ভোজপুরী পরিচালকের মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) সোনভদ্রে (Sonbhadra)। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত পরিচালকের নাম সুভাষ চন্দ্র তিওয়ারি। তাঁর মৃত্যু নিয়ে রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকে।
জানা গিয়েছে, এখানে একটি সিনেমার শ্যুটিং চলছিল। সেই শ্যুটিং চলাকালীন বাকি কলাকুশলীদের নিয়ে সোনভদ্রের ওই হোটেলে ছিলেন পরিচালক। মৃতদেহটি ময়নাদন্তে পাঠানো হয়েছে। পুলিস এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে উত্তর প্রদেশের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট যশবীর সিং বলেন, মৃতদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।