সংবাদ কলকাতা: মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ওরফে তোতা। দোলের দিনে এমন দুঃসংবাদে টলিপাড়ায় নেমে এল শোকের ছায়া। করুণাময়ী রানী রাসমণি খ্যাত এই অভিনেতার অকাল প্রয়াণের খবর দিয়েছেন, আর্টিস্ট ফোরামের কোষাধ্যক্ষ তথা অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আমাদের বন্ধু, ভাই অরিজিৎ ব্যানার্জী (তোতা) আজ সন্ধ্যা ৬.১৯-এ হৃদরোগে আক্রান্ত হয়ে বি পি পোদ্দার হাসপাতালে মারা গেছে’।
জানা গিয়েছে, সোমবার অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি বিপি পোদ্দার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু, শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় না-ফেরার দেশে চলে গেলেন তিনি। অরিজিৎ বন্দ্যোপাধ্যায় রেখে গেলেন তাঁর স্ত্রী ও একমাত্র কন্যাকে।
প্রসঙ্গত অরিজিৎ ছোট পর্দার পাশাপাশি রঙ্গমঞ্চেও অভিনয় করতেন। তিনি একাধিক নাটকও পরিচালনা করেছেন। ছোটপর্দায় তাঁর
অভিনীত অন্যতম ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’। এছাড়াও ‘শ্রীচৈতন্য মহাপ্রভু’-তেও দেখা গিয়েছে তাঁকে। কালার্স বাংলার ‘ত্রিশূল’ ধারাবাহিকেও তাঁকে দেখা গিয়েছে।
previous post