উত্তর ২৪ পরগনার ইছাপুরে টেবিল টেনিস টুর্নামেন্ট চলছিল। সেখানে এক মহিলা টেবিল টেনিস খেলোয়াড়ের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃতের নাম, অর্পিতা নন্দী। জানাগিয়েছে, গতকাল সেখানে রাইফেল কারখানায় টেবিল টেনিস টুর্নামেন্টের শেষ দিন ছিল। তিনি রাইফেল কারখানাতেই চাকরিও করতেন। আবার অর্পিতা টুর্নামেন্টের খেলায় জিতে যান। কিন্তু হঠাৎই শংসাপত্র নিতে যাওয়ার সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে তড়িঘড়ি সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
next post