19 C
Kolkata
December 26, 2024
দেশ বিদেশ

হুপিং কাফ

লন্ডন, ১৩ এপ্রিল—  চৈত্রের গরমে নাভিশ্বাস সকলের৷ বাইরে বের হলেই প্রাণ যায় যায়৷ আর ঘরের ভেতরে থাকলেই এসির ঠান্ডায় জবুথবু৷ একবার ঠান্ডা, একবার গরমে অনেকেরই সর্দি-গর্মি হচ্ছে৷ অনবরত সর্দি, কাশি লেগেই থাকে৷ তবে এই অবস্থা কিন্ত্ত শুধু ভারতীয়দের নয়, আমেরিকা, ব্রিটেন, চিন থেকে শুরু করে ফিলিপিন্স, চেক রিপাবলিক, নেদারল্যান্ডেও বহু মানুষ কাশিতে ভুগছেন৷ সংক্রমণ ভয়াবহ পর্যায়ে পৌঁছাচ্ছে৷ চিকিৎসক-গবেষকরা জানিয়েছেন, এটি হল হুপিং কাফ৷ একধরনের সংক্রামক রোগ এটা৷
অনবরত কাশিতে ভুগছেন রোগীরা৷ এই আক্রান্তের হার গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি৷ চিনের ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন প্রশাসনের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস অবধি ৩২ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন৷ মূলত ফুসফুসে সংক্রমণ হয় বর্ডেটেলা পর্টুসিস নামক একটি ব্যাকটেরিয়ার কারণে হুপিং কাফের শুরু৷ এই সংক্রমণ হলে অনবরত কাশি হতে থাকে, রোগীর অবস্থা এমন হয় যে তাঁর শ্বাস নিতেও সমস্যা হয়৷ সেখান থেকেই নাম হয়েছে হুপিং কাফ৷ মূলত সদ্যজাত ও অল্পবয়সী শিশুরা এই সংক্রমণে আক্রান্ত হয়৷ সঠিক সময়ে চিকিৎসা না হলে এই সংক্রমণ থেকে নিউমোনিয়া, খিঁচুনি, এমনকী মৃত্যু অবধি হতে পারে৷
সাধারণ জ্বর, সর্দি-কাশিতে যে উপসর্গ থাকে, হুপিং কাফেও প্রাথমিক স্তরে সেই উপসর্গই দেখা যায়৷ একটানা খুসখুসে কাশি, নাক থেকে অনবরত জল পড়া, জ্বর হওয়া, সংক্রমণ বাড়লে কাশিও বাড়ে ৷ কাশি হওয়ার সময় এমন শব্দ হয়, যা শুনে মনে হয় রোগী শ্বাস নিতে পারছেন না৷ অতিরিক্ত কাশির জেরে বমি, ক্লান্তিভাবও দেখা দেয়৷ কীভাবে ছড়ায় হুপিং কাফ? করোনা সংক্রমণ যেভাবে ড্রপলেটের মাধ্যমে ছড়াত, হুপিং কাফের ক্ষেত্রেও একইভাবে সংক্রমণ ছড়ায়৷ এছাড়া খোলা জায়গায় থুতু বা কফ ফেলা থেকেও ব্যাকটেরিয়া বাতাসে মিশে
ছডি়য়ে পডে়৷

Related posts

Leave a Comment