December 27, 2024
কলকাতা বিদেশ

হুথি বিদ্রোহী গোষ্ঠীর একাধিক ঘাঁটিতে ফের যৌথ হামলা

লন্ডন, ৪ ফেব্রুয়ারি: ইয়েমেনে হুথি বিদ্রোহী গোষ্ঠীর একাধিক ঘাঁটিতে ফের যৌথ হামলা চালাল আমেরিকা ও ব্রিটেন। তাদের প্রায় ৩৬টি ঘাঁটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হুথি বিদ্রোহী গোষ্ঠীদের জবাব দিতে আকাশপথে এই চালানো হয় বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

প্রসঙ্গত বিগত কয়েকমাস ধরে ইজরায়েলের বন্ধু রাষ্ট্রগুলির বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুথি গোষ্ঠী। প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়ে হামাস জঙ্গি গোষ্ঠীর ওপর হামলার জবাব দিতেই বারবার হামলা চালায় হুথিরা। একাধিক সতর্ক বার্তা সত্ত্বেও কোনও কর্ণপাত করেনি এই জঙ্গিগোষ্ঠী। লোহিত সাগরের মতো আন্তর্জাতিক বাণিজ্যিক করিডরে ইয়েমেন থেকে বারবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যবসা ব্যাহত করছে হুথি গোষ্ঠী। গত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে একই কারণে এই জঙ্গি গোষ্ঠীকে দমন করতে তাদের ওপর হামলা চালায় আমেরিকা ও ব্রিটেন। এবার ফের তাদের দমনে নামল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী।

তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। হুথিদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেবিষয়েও কোনও ধারণা পাওয়া যায়নি। 

Related posts

Leave a Comment