সংবাদ কলকাতা: রাজ্যজুড়ে খুবই ভয়াবহ পরিস্থিতি। একের একের পর তৃণমূল দুষ্কৃতীদের সন্ত্রাসের অভিযোগ। গতকাল রাতে হুগলির জাঙ্গিপারায় এরকমই একটি ভয়াবহ ঘটনা ঘটল। এদিন তৃণমূলের দুষ্কৃতীরা এসে বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়। বিজেপি কর্মী তারক পালকে কুড়ুল দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। NRS হাসপাতালে নিয়ে গেলে তাঁকে ভর্তি নেওয়া হয়নি। পরে তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় ব্যাপক বোমাবাজি করা হয়। মহিলাদের উপরও অত্যাচার করা হয়। এলাকায় বাড়িঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ জানিয়েছে বিজেপি।