21 C
Kolkata
April 10, 2025
দেশ

হিন্ডেনবার্গ রিপোর্টের পাল্টা জবাব আদানি গোষ্ঠীর

নতুন দিল্লি: সম্প্রতি হিন্ডেনবার্গ নামে একটি মার্কিন লগ্নি সংক্রান্ত গবেষণা সংস্থা দাবি করে, কোম্পানির ভ্যালুয়েশন ও শেয়ারের দাম বাড়াতে বেনিয়ম করেছে আদানি গোষ্ঠী। এই মার্কিন সংস্থার সেই রিপোর্ট প্রকাশের ফলে আদানি গ্ৰুপের একাধিক কোম্পানির শেয়ারে ধস নামে। এজন্য ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয় আদানির একাধিক কোম্পানি। পরিস্থিতি সামাল দিতে পালটা একটি রিপোর্ট প্রকাশ করে আদানি গোষ্ঠী। হিন্ডেন বার্গের ৩২০০ রিপোর্টের সেই জবাব দিতে ৪১৩ পৃষ্ঠার রির্পোট প্রকাশ করে আদানি গ্রুপ।

সেই রিপোর্টে দাবি করা হয়েছে, হিন্ডেনবার্গের রিপোর্টে যে প্রশ্নগুলি করা হয়েছে, সেই প্রশ্নগুলির উত্তর আদানির বিভিন্ন কোম্পানির প্রকাশিত রিপোর্টে আগেই উল্লেখ করা হয়েছে। তাদের অভিযোগ ভারতীয় কোম্পানিকে বদনাম করতেই পরিকল্পিতভাবে এই ভিত্তিহীন রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ। এবিষয়ে হিন্ডেনবার্গ পাল্টা দাবি করেছে, “ভারতকে আদানি গোষ্ঠীই পিছিয়ে দিয়েছে”। তাদের আরও অভিযোগ, দেশভক্তি দেখিয়ে জালিয়াতি আড়াল করার চেষ্টা করছে আদানি গ্রুপ।

Related posts

Leave a Comment