বসিরহাট, ২৯ নভেম্বর: বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝপথে বক্তব্য থামিয়ে বসে পড়লেন তিনি। বর্তমানে জেলা সফরে এসে হিঙ্গলগঞ্জে আছেন তিনি। সেখানে বনদেবীর মন্দিরে পুজো দিয়ে মন্দির ঘিরে উন্নয়নের বার্তা দেন মমতা। পাশাপাশি, সাধারণ মানুষের মধ্যে বিতরণ করার জন্য তিনি ১৫ হাজার শীত বস্ত্র নিয়ে যান। তারমধ্যে ৫০০০ সোয়েটার, ৫০০০ চাদর এবং ৫০০০ কম্বল।
সভায় বক্তব্যের মাঝে তিনি জানতে চান, শীতবস্ত্রগুলি কোথায়? কিন্তু কোনও উত্তর মা পেয়ে বেজায় চটে যান তৃণমূল সুপ্রিমো। বলেন, আমি এখানে কোনও বক্তব্য রাখতে আসিনি। আমি ওগুলি বিতরণ করতেই এসেছি। এরইমধ্যে জানতে পারেন, সেগুলি নাকি বিডিও অফিসে রাখা আছে। তাতে আরও চটে মুখ্যমন্ত্রী। বলেন, ওগুলি বিডিও অফিসে কেন। আমি তিনদিন ধরে ওগুলো কিনেছি কি বিডিও অফিসে রাখার জন্য? এক্ষুনি নিয়ে আসার ব্যবস্থা করুন। আমি বস্ত্রগুলি মানুষের হাতে তুলে দিয়ে তবেই যাব। অন্যায় করবে পুলিশ, অন্যায় করবে সরকারি কর্মীরা, তার দায় নিতে হবে আমার! অথচ আমি জানিই না আমি কি অন্যায় করলাম। এক্ষুনি ওগুলি না নিয়ে এলে আমি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। মুখ্যমন্ত্রীর এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে প্রশাসনিক স্তরে শুরু হয়ে তৎপরতা।
next post