April 7, 2025
রাজ্য

হিংসার নথি হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ রাজ্যপালের

সংবাদ কলকাতা: পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্য রাজ্যপাল সংঘর্ষ নতুন মাত্রা নিল। নির্বাচন সংক্রান্ত যে সব নথি রাজভবনে জমা হয়েছিল, এবার সেগুলি হাইকোর্টে জমা দিতে হবে। রাজ্য নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উল্লেখ্য, নির্বাচন ঘোষণার দিন থেকেই রাজ্যে একের পর এক অশান্তির খবর আসে। সেই সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করতে রাজভবনে খোলা হয় শান্তি কক্ষ। সেখানে জমতে থাকে অভিযোগের পাহাড়। ভোট পর্ব মিটে গেলেও ভুরি ভুরি অশান্তির অভিযোগ জমা হতে থাকে রাজভবনের শান্তি কক্ষে। মঙ্গলবার ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর সেই সমস্ত অভিযোগের নথি রাজভবনের তরফে পাঠিয়ে দেওয়া হয় কমিশনের কাছে। বৃহস্পতিবার অভিযোগ পত্রগুলি রাজভবনে নিতে আসে রাজ্য বিজেপির প্রতিনিধিদল। তারপরেই নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দেন রাজ্যপাল।

প্রসঙ্গত, নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে ফলাফলের দিন পর্যন্ত যে লাগামহীন সন্ত্রাস হয়েছে, তার বিচার চাইতে হাইকোর্টের দ্বারস্থ হয় বিভিন্ন রাজনৈতিক দল। সে সমস্ত মামলার শুনানিতে বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যে ঘটে চলা অশান্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাছাড়া কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে ভোটের দিন তাদের নিষ্ক্রিয় রাখার রিপোর্ট পেয়ে বিচারপতি বলেন, রাজ্য ও নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করেছে। এদিন তিনি বলেন, আদালতের নির্দেশ ছাড়া কোনও পঞ্চায়েত বোর্ড গঠন করতে পারবে না। এমনকি বিজয়ী প্রার্থীদের শংসাপত্রও বৈধ নয়।

Related posts

Leave a Comment