April 9, 2025
টিভি-ও-সিনেমা রাজ্য

হাসপাতালে ভর্তি নন্দিতা রায়, হলে শুরু হয়েছে ফাটাফাটি

সুভাষ পাল, সংবাদ কলকাতা: গত, শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক নন্দিতা রায়ের নিজস্ব প্রযোজনা সংস্থার ছবি ‘ফাটাফাটি’। কিন্তু সেই ‘ফাটাফাটি’র বিশেষ প্রদর্শনীতে নন্দিতা রায় নিজেই গরহাজির ছিলেন। এরপর তাঁর খোঁজ শুরু হয়। কেন তিনি সেই প্রদর্শনীতে আসেন নি, তা নিয়ে সবার মনে ভিড় করে নানা প্রশ্ন। ।

জানা যায়, তিনি প্রচন্ড অসুস্থ। প্রবল জ্বরে কাবু হয়ে গত তিন দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জ্বর কমার কোনও লক্ষণ নেই। সেজন্য এখন একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। যদিও চিকিৎসকরা অভয় দিয়েছেন। জানিয়েছেন, তিনি নির্দিষ্ট সময়ে সুস্থ হয়ে উঠবেন। অহেতুক দুশ্চিন্তার কোনও কারণ নেই।

এদিকে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ফাটাফাটি’ মুক্তি পাওয়ার পর ইতিমধ্যে দর্শকদের কাছে যথেষ্ট সুনাম অর্জন করেছে। ছবির বুনোট কাহিনী দর্শকদের চোখে সমাজের নানা দিক ফুটিয়ে তুলেছে। সেইসঙ্গে ঋতাভরী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়ের অনবদ্য অভিনয় যেন সমাজের চোখে বেঁধে রাখা পর্দাকে টেনে হিঁচড়ে খুলে দিয়েছে। মেয়েদের শরীর যেন তাঁর রূপ এবং গুণ দুইয়েরই আয়না। সে একবার মোটা হলে তাঁকে কেউ সমালোচনা করে, আবার কেউ প্রশংসা করে। সেই চিরাচরিত ধ্যান ধারণা বদলে দিল এই ছবি।

Related posts

Leave a Comment