21 C
Kolkata
December 24, 2024
দেশ

হাতে লেখা প্রেসক্রিপশন পড়ে দেবে গুগল! আসছে নতুন ফিচার

সংবাদ কলকাতা: জনপ্রিয় সার্চ ইঞ্জিন হল গুগল। এবার আরও সুবিধা দেবার জন্য একগুচ্ছ দেশীয় পরিষেবা আনল তারা। এর ফলে অনেক বেশি সুবিধা পাবে ভারতীয়রা। তবে বাড়ানো হয়েছে গুগল পে অ্যাপের নিরাপত্তাও।

গুগলে এবার থেকে ছবি ও টেক্সট দিয়ে একসঙ্গে সার্চ করতে পারবেন ভারতীয়রা গ্রাহকরা। এমনকি ডাক্তারের হাতে লেখা প্রেসক্রিপশন পড়ে দেবে গুগল। এর জন্য সার্চ ইঞ্জিন জায়ান্ট চালু করতে চলেছে নতুন ফিচার। অষ্টম Google for India ইভেন্টে এই নতুন ফিচারের কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে যে, ডিজিটাইজ করা হবে ডাক্তারদের প্রেসক্রিপশন।

আরও কয়েকটি নতুন ফিচারের কথা জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। ডিজিটাল ডকুমেন্ট নিরাপদে সেভ করে রাখার জন্যই আসছে ডিজি-লকার।

সম্প্রতি ভারতে এসে বেশ কিছু ফিচারের উদ্বোধন করেছেন গুগলের সিইও সুন্দর পিচাই। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিণী বৈষ্ণব।

Related posts

Leave a Comment