25 C
Kolkata
November 2, 2025
রাজ্য

হাকিমপুর সীমান্তে ব্যক্তিগত জমিতে বিএসএফ-এর চেকপোস্ট নির্মাণ ঘিরে তীব্র উত্তেজনা

সুভাষ পাল, সংবাদ কলকাতা: ১ অক্টোবর, রবিবার হাকিমপুর সীমান্তে তীব্র উত্তেজনা! বিএসএফ-এর বিরুদ্ধে ব্যক্তিগত জমিতে চেকপোস্ট বসানো ও অস্থায়ী নির্মাণের অভিযোগ। জমির মালিকরা আজ সেখানে পাঁচিল তুলতে গেলে বিএসএফ বাধা দেয়। এই নিয়ে দিনভর চলে উত্তেজনা। স্থানীয় বাসিন্দারা চেকিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে বিক্ষোভ দেখান।

জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে হাকিমপুর সীমান্তের বাস স্ট্যান্ডে বিএসএফ যে চেকপোস্ট বসিয়েছে, সেই জমি বিএসএফ-এর নয়। স্থানীয় বাসিন্দাদের ব্যক্তিগত জমি। কোনও এক সময় তাঁরা এই জায়গা দখল করে প্রথমে একটি তাঁবু খাটিয়ে চেকিং চালাতে থাকেন। পরবর্তী সময়ে সেই তাঁবু থেকে রাতারাতি অস্থায়ী নির্মাণ করা হয়। ক্রমশ দিনের পর দিন তাঁদের দখল করা জমির পরিধি বাড়তে থাকে। একের পর এক রাতের অন্ধকারে অস্থায়ী নির্মাণ করে জায়গাটি একটি ছোটোখাটো ক্যাম্পের আকার ধারণ করে।

আমাদের News Appটি ইনস্টল করতে এই লিঙ্কে ক্লিক করুন : https://play.google.com/store/apps/details?id=com.son.songbadkolkata

বারবার জমির মালিক ও স্থানীয় তৃণমূল নেতা রউফ গাইন এবং হাকিমপুরের বাসিন্দা সোহরাব সর্দার ওরফে রাজু সেই জমি থেকে চেকপোস্ট সরানোর দাবি জানিয়েও কোনও সুরাহা পাননি। বিষয়টি নিয়ে তাঁরা বিএসএফ-এর উচ্চ পদস্থ কর্তা, রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকদের কাছে দরবার করেছেন। কিন্তু, বিএসএফ কর্তৃপক্ষ সেই জমি ছাড়তে টালবাহানা করতে থাকেন। এই নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব।

অবশেষে আজ রবিবার সেখানে জমির মালিকরা যৌথভাবে পাঁচিল তুলতে গেলে বিএসএফ বাধা দেয় বলে অভিযোগ। এই নিয়ে দিনভর তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। জমির মালিক এবং পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে বিএসএফ কমান্ড্যান্ট নকুল বেদ-এর দফায় দফায় আলোচনার পরও কোনও স্পষ্ট সমাধানসূত্র মেলেনি। বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের কর্তব্যরত ব্যাটেলিয়ন বদলি হলেই জমি খালি হয়ে যাবে।

তবে সেই সময় কবে আসবে সেব্যাপারে কোনও স্পষ্ট দিনক্ষণ বিএসএফ-এর পক্ষ থেকে দেওয়া হয়নি। অবশেষে পঞ্চায়েত ও জমির মালিকদের পক্ষ থেকে একটি নির্দিষ্ট সময়ের লক্ষণরেখা ধার্য করা হয়। যদিও বিষয়টি এখনও আলোচনার স্তরে আছে বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে। ফের এবিষয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

Related posts

Leave a Comment