হাওড়া: হাওড়ার বাগনানে ১৬ নং জাতীয় সড়কে উল্টে যায় একটি গ্যাসের ট্যাঙ্কার। আজ, মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে এখানকার দেউলটির কাছে। জানা গিয়েছে, ওই গ্যাস ভর্তি ট্যাঙ্কারটির চাকা ফেটে গিয়ে বিপত্তি ঘটে। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাতেই উল্টে যায়। যার ফলে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিস। এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতামুখী লেন। প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় ট্যাঙ্কারটিকে সরিয়ে নিতে সক্ষম হয় পুলিশ। এরপর ফের যান চলাচল স্বাভাবিক হয়।
previous post