27 C
Kolkata
April 16, 2025
জেলা

হাওড়ায় নয়ানজুলি থেকে উদ্ধার টোটো চালকের মৃতদেহ

সংবাদ কলকাতা: নয়ানজুলি থেকে উদ্ধার হল এক টোটো চালকের মৃতদেহ। শেখ রহিম নামে ওই টোটো চালকের বাড়ি হাওড়ার জগত বল্লভপুর থানার হাবলায়। গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালবেলাতে তিনি টোটো নিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। তিনি এই টোটো কিনেছিলেন গতমাসে। এবং মঙ্গলবার এক ব্যক্তি এসে রহিমের টোটো ভাড়া করে। বেশি পরিমাণে টাকার প্রলোভন দেখিয়ে তাঁকে আমতায় নিয়ে যান। তারপর থেকে তাঁকে আর সারাদিন দেখা যায়নি। অনেক চেষ্টা করেও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

আজ বুধবার সকালে চন্দ্রপুর ফাঁড়ির চায়ের কারখানার নয়ানজুলি থেকে উদ্ধার হল শেখ রহিমের মৃতদেহ। পরিবারের অভিযোগ, শেখ রহিমের মৃতদেহ উদ্ধার হলেও তাঁর টোটোর কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের পরিবার ও স্থানীয় মানুষদের দাবি, রহিমকে খুন করে এবং তাঁর টোটো ছিনতাই করেছে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, তাঁরা এই বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Related posts

Leave a Comment