নিজস্ব সংবাদদাতা, হাওড়া : লোকাল ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে বিপত্তি। বাগনান-হাওড়া লোকাল আজ সকালবেলা ১৪ নম্বর প্লাটফর্মে ঢোকার আগে ১২ কোচের লোকাল ট্রেনটি পেছনের দিকের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। হাওড়া স্টেশনের মুখে চাঁদমারি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা চলে এসেছেন। সেক্ষেত্রে ১৪ নম্বর প্লাটফর্ম দিয়ে কোনওরকম ট্রেন চলাচল করছে না। বাকিগুলো দিয়ে ট্রেন চলাচল করছে স্বাভাবিকভাবে। এবং যুদ্ধকালীন তৎপরতায় ওই বগিটিকে লাইনে তোলার কাজ চলছে। তবে অফিস টাইমে এই বিপত্তির জেরে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। তার ফলে অফিস যাত্রীরা সমস্যায় পড়েছেন।
previous post
next post