21 C
Kolkata
December 26, 2024
কলকাতা

হাওড়ার মঙ্গলা হাটে আগুনে ভস্মীভূত ২৫০০ দোকান, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

সংবাদ কলকাতা, ২১ জুলাই: গতকাল ২১ জুলাইয়ের শহিদ দিবসের আগেরদিন রাতে হাওড়াতে ঘটে গেল বড় বিপর্যয়। ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার বিখ্যাত মঙ্গলা হাটের প্রায় আড়াই হাজার দোকান। এর ফলে হাটের পাইকারি ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল। এই অগ্নিকাণ্ডের ফলে হাওড়া ব্রিজের সংযোগকারী একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ল। ২১ জুলাইয়ের সমাবেশের ভিড়ে এইসব এলাকায় যানজট আরও কয়েকগুণ বেড়ে গেল। দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যযাত্রী ও সাধারণ পথ চলতি মানুষের।

এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটের সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেল। প্রসঙ্গত হাওড়া স্টেশনের নাগপাশের মঙ্গলা হাট একটি গুরুত্বপূর্ণ পাইকারি বাজার। সারা দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের সঙ্গে এর সংযোগ রয়েছে। কিন্তু এই হাটের নিরাপত্তায় সরকারের উদাসীনতা নিয়ে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়েছেন ব্যবসায়ীরা। ঘটনার পর মন্ত্রী অরূপ রায় ও অন্যান্য জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত দোকানদাররা।

Related posts

Leave a Comment