23 C
Kolkata
April 19, 2025
কলকাতা

হাওড়ার মঙ্গলাহাট পরিদর্শন করলেন নওশাদ সিদ্দিকী

হাওড়া: শনিবার হাওড়ার মঙ্গলাহাট পরিদর্শন করলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি হাট পরিদর্শনে এসে হাটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাঁকে গোটা ঘটনার কথা জানান।

নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। সিআইডি উপযুক্ত তদন্ত করে বার করুক এই ঘটনায় কারা দোষী। পুজোর আগে এই ঘটনা সুকৌশলে ঘটানো হয়েছে। এবং যাদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। হাটের ব্যবসায়ীরা যিনি যেখানে ব্যবসা করেন, সেখানেই তাঁদের বসতে দিতে হবে। অন্যত্র পাঠানো চলবে না। পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিক। যাতে তারা আবার পুনরায় ব্যবসা শুরু করতে পারেন। রাজ্য সরকারকে তার ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রীকে এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং পুনর্বাসন দিতে হবে।

Related posts

Leave a Comment