27 C
Kolkata
August 1, 2025
জেলা

হাওড়ার কিংস রোড ‘অস্বাস্থ্যকর’ পরিপূর্ন অপরিষ্কার নালা আর আবর্জনায়

হাওড়ার কিংস রোড কার্যত মানুষের বসবাসের জন্য দিনেদিনে অযোগ্য হয়ে উঠছে। এই পুরোসভা এলাকাটিতে না আছে আবর্জনা সাফাইয়ের ব্যবস্থা আর না আছে কোনো জল নিকাশি ব্যবস্থা। তারফলে এখনকার মানুষের জীবন হয়ে উঠছে দুর্বিসহ। এই এলাকাটি হাওড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এই ওয়ার্ডের বাসিন্দারা কাউন্সিলার না থাকায় এ নিয়ে অভিযোগও জানাতে পারছেন না।

Related posts

Leave a Comment