December 27, 2024
কলকাতা

হাওড়ায় অগ্নিকান্ডে সর্বস্বান্ত তিনটি পরিবার

অভিজিৎ হাজরা , হাওড়া: হাওড়ায় অগ্নিকান্ডে ভস্মীভূত তিনটি বাড়ি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে আমতা ২ নং ব্লকের জয়পুর গ্ৰাম পঞ্চায়েতের পশ্চিম জয়পুরে।

জানা গিয়েছে, এদিন জয়পুর হাসপাতালের কাছে সুনীল ভুঁইয়া-র বাড়িতে আগুন লাগে। বাড়িটি ৪ কামরার দোতলা টিনের চাল। কাঠের পাটাতন ও টিনের চালের নীচে প্লাউডের আচ্ছাদন। বাড়ির একজন বয়স্ক ব্যক্তি মাঝরাতে প্রাকৃতিক কাজে ঘর থেকে বাড়ির বারান্দায় বেরিয়ে দেখেন, নীচের ঘর দাউদাউ করে জ্বলছে। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করলে ওনার স্ত্রী উঠে পাশের ঘরে থাকা এক ছেলে ও বৌমাকে ডাকেন। তাঁরা উঠে এসে চিৎকার করতেই পাশের বাড়ির লোকজন ছুটে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। সেই সঙ্গে আগুনের তীব্রতা দেখে, তাঁরা স্থানীয় জয়পুর থানায় ও উলুবেড়িয়ার দমকল কেন্দ্রে খবর দেন। জয়পুর থানার পুলিশ ও উলুবেড়িয়ার দমকল বাহিনী যখন ঘটনাস্থলে ছুটে আসে, ততক্ষণে সব কিছু আগুনে ভস্মীভূত হয়ে যায়।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় প্রবল ঝড় বৃষ্টি হওয়ার কারণে বিদ্যুৎ চলে যায়। বজ্রপাত হওয়ার জন্য বাড়ির লোকজন প্রায় সব বৈদ্যুতিক সুইচ অফ করলেও কোনও একটি বাকি থেকে যায়। তা থেকে শট সার্কিট হয়ে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। আগুনের তীব্রতায় ঘরে থাকা রান্নার সিলিন্ডার বাস্ট করার ফলে ইঁটের দেওয়াল ও লোহার গ্রিল খুলে নিচে পড়ে যায়। ফলে আহত হন বাড়ির কর্তা ও তাঁর পুত্রবধূ।

এই অগ্নিকান্ডে তিনটি পরিবার সম্পূর্ণ ক্ষতিগ্ৰস্ত। ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনিক ব্যক্তিরা ক্ষতিগ্ৰস্ত পরিবারগুলির পাশে থাকার পাশাপাশি সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন।

Related posts

Leave a Comment