29 C
Kolkata
April 4, 2025
রাজ্য

হাই কোর্টে মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সংবাদ কলকাতা, ২০ জুলাই: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে রক্ষা কবচ না পেয়ে ফের হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে এফআইআর খারিজের দাবি জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন তিনি। কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে মামলা করলেন অভিষেক। আগামী ২৪ জুলাই এই মামলার শুনানি। এর আগে সুপ্রিম কোর্ট রক্ষা কবচ না দিলেও ৪৮২ ধারায় মামলা দায়ের করতে পারেন বলে জানিয়ে দেয়। পাশাপাশি আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য তাঁর বিরুদ্ধে যে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল আদালত, সেটা খারিজ করে দেয় শীর্ষ আদালত।

উল্লেখ্য, গত ২৯ মার্চ শহিদ মিনারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, সিবিআই তাঁকে ফাঁসাতে চাইছে। মদন ও কুণাল ঘোষকে হেফাজতে নিয়ে তাঁর নাম বলানোর জন্য চাপ সৃষ্টি করেছিল সিবিআই। অভিষেকের এই দাবির পরই কুন্তল ঘোষ উৎসাহিত হয়ে পড়েন। তিনি নিম্ন আদালতের বিচারক এবং হেস্টিংস থানাকে চিঠি লেখেন। সেই চিঠিতে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে তাঁকে চাপ দিচ্ছে সিবিআই। এই অভিযোগে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে।

কুন্তলের লেখা সেই চিঠি সেদিনই আদালত কক্ষে দেখান বিচারক। আর কুন্তলের আইনজীবীর উদ্দেশে বিচারক বলেন, ‘‌এই চিঠিতে যা অভিযোগ করা হচ্ছে তা তো কখনও আদালতে বলেননি? প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, ‘জেলে কুন্তলের সঙ্গে আমরা দেখা করতে পারছি না। তাই কিছু বলতে পারিনি।’ তবে এই জেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে সিবিআইকে অনুমতি দিয়েছিল আদালত। সিবিআই জানিয়েছে, কুন্তলের তোলা সমস্ত অভিযোগ মিথ্যে।

সিবিআই বিষয়টি কলকাতা হাইকোর্টের সামনে নিয়ে আসে। এবং সিবিআইকে পৃথক এফআইআর দায়ের করে তদন্ত করতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর ২০ মে নিজাম প্যালেসে ডাকা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই মামলাতেই সিবিআই টানা ৯ ঘণ্টা ৪০ মিনিট নিজাম প্যালেসে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। বিচারপতি অমৃতা সিনহা মামলায় অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেন ।

Related posts

Leave a Comment