সংবাদ কলকাতা: হাইড রোডে জামাকাপড়ের পরিত্যক্ত গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৪টি ইঞ্জিন। তবে গভীর রাত পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
দমকল সূত্রে খবর, মঙ্গলবার সন্ধে ৭.৩০ নাগাদ তারাতলার অদূরে হাইড রোডের একটি পরিত্যক্ত কাপড়ের গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমেই ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের ১০টি ইঞ্জিন। পরে আরও ৪টি ইঞ্জিন যায়।
জানা গিয়েছে, ২০০৮ সালে পোর্ট অথরিটি এই গোডাউন সিল করে দেয়। তারপর থেকেই গোডাউনটি বন্ধ ছিল। ফলে বিদ্যুৎ সংযোগ ছিল না। তা স্বত্বেও কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।
তবে আগুনে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।