25 C
Kolkata
November 2, 2025
রাজ্য

হাঁড়ির ভিতর তাল তাল সোনা উদ্ধার গাইঘাটা সীমান্তে

বিশেষ প্রতিনিধি, গাইঘাটা আবারও কোটি কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের পিপলি গ্রামের ভারত বাংলাদেশ সীমান্তে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পিপলি গ্রামের এক বাড়িতে তল্লাশি চালায় BSF এর ১৫৮ ব্যাটেলিয়নের সীমান্ত চৌকিতে কর্তব্যরত জওয়ানরা। তল্লাশিতে মেলে প্রায় ৬৪১৫ গ্রাম সোনা। যা পাওয়া যায় দিলীপ অধিকারী নামে ওই ব্যক্তির বাড়িতে রাখা হাঁড়ির ভিতর থেকে। এই পরিমাণ সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি ২৬ লক্ষ ২২ হাজার টাকা। এই ঘটনায় আটক করা হয়েছে দিলীপ অধিকারী নামে ওই পাচার কারীকে। তদন্ত করে দেখা হচ্ছে ওই পাচারকারীর পাচার যোগ কতদূর বিস্তৃত। তদন্তে জানা গেছে, এই সোনা ভারতের পাচারকারী দেবেন ঘোষের কাছে হস্তান্তর করা হতো। তার বিনিময়ে সে প্রতি কেজি ২৫০০ টাকা হিসেবে পেতো।

Related posts

Leave a Comment