April 13, 2025
রাজ্য

হাঁসখালির স্কুলশিক্ষককে নগ্ন শরীর দেখিয়ে ব্ল্যাকমেল তরুণীর

Cyber Blackmail: হাঁসখালির স্কুলশিক্ষককে নগ্ন শরীর দেখিয়ে ব্ল্যাকমেল তরুণীর, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল করার হুমকি

সংবাদ কলকাতা: ফের সাইবার প্রতারণা ও ব্ল্যাকমেইলিং-এর শিকার হলেন একজন স্কুলশিক্ষক। ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালিতে। ওই শিক্ষকের ভুল হল ফেসবুকে এক সুন্দরী, লাস্যময়ী তরুণীর ফ্রেন্ড রিকোস্ট গ্রহণ করে ফেলেন। আর তাতেই পড়ে যান বিপদে। ফেসবুক মেসেঞ্জারে শুরু হয় দুজনের আলাপ। যুবতী মেয়েটি নিজেকে ওড়িশার বাসিন্দা ও ভুবনেশ্বরের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে নিজেকে পরিচয় দেয়। এভাবে খাতির জমিয়ে ফেলেন হাঁসখালি থানার বগুলার বাসিন্দা ওই শিক্ষকের সঙ্গে। ওই শিক্ষককে সে জানায়, বাংলার সংস্কৃতি ও ইতিহাসের ওপর তাঁর খুব আগ্রহ রয়েছে। শিক্ষকও তাতে খুব আকৃষ্ট হন।

এভাবে খাতির জমানোর পর তরুণীর অনুরোধে নিজের হোয়াটস্যাপ নম্বর শেয়ার করেন শিক্ষক। এরপর তাঁদের মধ্যে প্রেমালাপ শুরু হয়ে যায়। বিষয়টি গড়িয়ে যায় সেক্স চ্যাটের পর্যায়ে। জানা যায়, ৮ এপ্রিল মেয়েটির হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ভিডিয়ো কল আসে। কল রিসিভ করতেই দেখা যায় সে সম্পূর্ণ নগ্ন শরীর প্রদর্শন করছে। তখন ফোন কেটে দিতেই ওই নম্বর থেকে ফোন করে সাড়ে তিন হাজার টাকা দাবি করা হয়। কিন্তু শিক্ষক এতদিন বুঝে উঠতে পারেননি, পুরোটাই মেয়েটির সাজানো ফাঁদ। আসলে টাকার জন্য তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছে। তিনি টাকা দিতে রাজি না হলে তাঁর ফেসবুকের কয়েকজন ফ্রেন্ডকে সুপার ইম্পোজ করা অন্তরঙ্গ ছবি পাঠিয়ে দেওয়া হয়।

এতদিন চাকরি যাওয়ার ভয়ে চুপ করে ছিলেন। এবার উপায়ান্তর না দেখে প্রশাসনের দ্বারস্থ হন ওই শিক্ষক। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ তুলে কল্যাণীর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন ওই শিক্ষক। সেখানে লিখিত অভিযোগ দায়ের করতেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

রানাঘাট মহকুমা আদালতের আইনজীবী কেয়া বিশ্বাস বলেন, মামলার কারণে অনেক সময় সরকারি কর্মচারীদের চাকরি নিয়ে সমস্যা হয়। সাইবার প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে অসম্মানের ভয়ে নিঃস্ব হয়ে যান তাঁরা। পুলিশের দাবি, সাইবার ব্ল্যাক মেইলিংয়ের মতো অপরাধ বেড়েই চলেছে। এব্যাপারে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যথেষ্ট তৎপর রয়েছে।

Related posts

Leave a Comment