30 C
Kolkata
August 3, 2025
দেশ

হরিনাম সংকীর্তন এর অনুষ্ঠানে বাতাসা হরিলুটের সময় বাতাসা কুড়োতে গিয়ে আচমকা মৃত্যু হয় এক নাবালকের

ঝাড়গ্রাম, ১৬ মার্চ রাতে ঝাড়গ্রাম জেলার ১১ বছরের নাবালক অনীশ সেনাপতি গোপীবল্লভপুর ১ ব্লকের মড়কো গ্রামে পরিবারের সদস্যদের সাথে হরিনাম সংকীর্তন এর অনুষ্ঠানে গিয়েছিল। ওই অনুষ্ঠানে যখন বাতাস হরিলুট চলছিল তখন বাতাস কুড়াতে গিয়ে হঠাৎই ওই বালকটি ভিড়ের মধ্যে পরে যায়। তারপর তাকে তড়িঘড়ি উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে তার পরিবারের লোকেরা। চিকিৎসা চলাকালীন অনীশ সেনাপতি নামে ওই নাবালকের বৃহস্পতিবার রাত দশটা নাগাদ মৃত্যু হয়। তারপর অনীশের মৃত্যুর খবর হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে এবং তার পরিবারে ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে গোপীবল্লভপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়৷ নাবালকটির সাথে এই রকম ঘটনা কেন ঘটল বা তার মৃত্যুর রহস্য কি পুলিশ তা খতিয়ে দেখছে।

Related posts

Leave a Comment