April 7, 2025
কলকাতা

হরিদেবপুরের একটি ভ্যাটে বোমাতঙ্ক

সংবাদ কলকাতা: সাত সকালে কলকাতা শহরে বোমাতঙ্ক। হরিদেবপুরের ভ্যাটে পড়ে সন্দেহজনক বস্তু। জানা গিয়েছে, রবিবার সকালে ব্যানার্জি পাড়ার বকুলতলা মোড়ের কাছে একটি ফ্ল্যাটের সামনে যখন পুরসভার সাফাই কর্মীরা যান, সেই সময় তাঁরা দেখতে পান, তার জড়ানো বেশ কিছু বস্তু সেই ভ্যাটের মধ্যে পড়ে রয়েছে। তা দেখে রীতিমত তাঁদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। এবং সেখান থেকেই তারা হরিদেবপুর থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছায় হরিদেবপুর থানার পুলিশ। সেখানে গিয়ে তাঁরা ডগ স্কোয়ার্ড এবং বম্ব squad-কে ফোন করে ঘটনাস্থলে নিয়ে আসেন।

Related posts

Leave a Comment