কোচবিহার, ২৮ আগস্ট: বছরের পর বছর ধরে ট্রেড লাইসেন্স রিনিউয়াল না করেই রমরমে চলছে ব্যবসা। বছরের পর বছর ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোচবিহার পৌরসভা। আজ কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার মিনি বাস স্ট্যান্ড এবং মিনি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা পরিদর্শনে বেরলে এমনই ছবি উঠে আসে পৌরপতির সামনে।
আজ সকালে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মিনি বাস স্ট্যান্ডের বিভিন্ন দোকান পরিদর্শনে যান। সেখানে তাঁদের কাছে চাওয়া হয় ট্রেড লাইসেন্স এবং ট্যাক্স-এর কাগজ। দেখা যায়, তিন-চার বছর ধরে ট্রেড লাইসেন্স রিনিউয়াল না করেই চলছে ব্যবসা। অনেকের বাকি রয়েছে ট্যাক্স। আবার একটি ট্রেড লাইসেন্স দিয়ে চলছে অনেক ব্যবসা। কোচবিহার পৌরসভার পক্ষ থেকে আজ ব্যবসায়ীদের সমস্ত বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়।
কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ভবানীগঞ্জ বাজার থেকে শুরু করে সর্বত্র দেখা যাচ্ছে, পৌরসভার ট্যাক্স বকেয়া রয়েছে। বছরের পর বছর ধরে রিনিউয়াল করা হয়নি ট্রেড লাইসেন্স। একটি ট্রেড লাইসেন্স দিয়ে একাধিক দোকান চালানো হচ্ছে। প্রত্যেককে দ্রুত বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
previous post