অভিজিৎ হাজরা, সাঁকরাইল, হাওড়া: হাওড়া জেলার সাঁকরাইল থানার রাজগঞ্জ হাট এলাকার মাসিক পত্রিকা “মনিকর্ণী আখ্যান”-এর আয়োজনে সৌভ্রাতৃত্বের বন্ধন ও একে অপরের পাশে থাকার অঙ্গীকারে রাখিবন্ধন উৎসবকে সামনে রেখে এলাকার কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হল। সফল প্রতিযোগীদের শংসাপত্র, মেডেল ও মেমেন্টো দেওয়া হয়। “মনিকর্ণী আখ্যান” -এর অন্যতম প্রতিষ্ঠাতা ও শুভাকাঙ্খী শুভঙ্কর মুখার্জি বলেন, ‘আমরা ফি বছর আমাদের সাধ্যমত শিক্ষা সচেতনতা সেবাকর্ম করে থাকি’।
‘মনিকর্ণী আখ্যান’-এর সম্পাদক জুলাই দাস মুখার্জি বলেন, ‘পত্রিকা প্রকাশের সাথে সাথেই আমরা সবাই মিলে মিশে একাকার হয়ে এগিয়ে চলেছি নৈতিক চরিত্র গঠনে, মানবিক মূল্যবোধের অবক্ষয় রুখতে, যারপর নাই চেষ্টা করে চলেছি।’
এদের উদ্যোগকে সাধুবাদ জানান, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন জেনেভার পরামর্শদাতা ড. অনিন্দ্য গোপাল মিত্র।
