21 C
Kolkata
December 26, 2024
জেলা

স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরনী অনুষ্ঠান।

সংকল্প দে, পাণ্ডবেশ্ব: শীত জাঁকিয়ে পড়েনি। শারদীয়া দুর্গোৎসব, কালীপুজো শেষ হয়েছে।চলছে ছট পুজোর উৎসব। ছট পুজোর সকল ব্রতীরা নতুন শাড়ি বা বস্ত্র কিনতে পারেনি। পুজোর মরশুমে নতুন শাড়ি পড়ার ইচ্ছে সকলেই হয়। কিন্তু আর্থিক অনটনের জন্য পুজোতে সকলের শাড়ি কেনা হয়ে ওঠে না। সেই সমস্ত ব্রতীদের কথা ভেবে এদিন পশ্চিমবর্ধমান জেলার রামনগর পান্ডবেশ্বর মানব কল্যান সেবা সংঘ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এদিন শুক্রবার পান্ডবেশ্বর থানার কেন্দ্রা হাটতলা প্রাঙ্গনে ছট পুজোর প্রাক্কালে ৫০ জন ছট পুজোর ব্রতীদের শাড়ি বিতরন করা হলো।দুঃস্থরা ছট পুজোর প্রাক্কালে শড়ি পেয়ে স্বভাবতই খুশি।

উপস্থিত ছিলেন কেন্দ্রা গ্রাম পঞ্চায়েত প্রধান বিশাখা বাদ্যকর, মানব কল্যান সেবা সেবা সংঘের সদস্যরা, বিশিষ্টজনেরা ও ব্রতীরা। উপস্থিত সকল বিশিষ্টজনদের বরণ করা হয়।

Related posts

Leave a Comment