বারুইপুর: নেশাগ্রস্ত স্বামীকে মূল স্রোতে ফেরাতে গিয়ে গুনিনের খপ্পরে গৃহবধূ। ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার গুনিন।
স্বামী নেশাগ্রস্ত। প্রতিবেশী কারও সঙ্গে কথা বললে স্ত্রীকে সন্দেহ করে। তৈরি হয় অশান্তির বাতাবরণ। তাই নেশাগ্রস্ত স্বামীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গিয়ে এক গুনিনের খপ্পরে পড়েও ধর্ষিতা হওয়ার হাত থেকে বাঁচলেন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার এক গৃহবধূ। প্রতিবেশী মণি প্রামানিক নামে এক মহিলার সহযোগিতায় এক গুনিনের দ্বারস্থ হন ওই গৃহবধূ। গুনিন ওই মহিলার কাছে ১৫০০০ টাকা দাবি করে। অনেক দর কষাকষিতে 5000 টাকায় রাজি হয়ে যায় । স্বামী সন্তানকে অন্যত্র থাকার নির্দেশ দেয় ওই গুনিন। পরে গৃহবধূর দুর্বলতার সুযোগ নিয়ে ফাঁকা ঘরে তাকে ধর্ষণের চেষ্টা করে ওই গুনিন। গুনিনের হাত থেকে কোনওক্রমে পালিয়ে চিৎকার করেন ওই গৃহবধূ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ধরে ফেলে ওই গুনিনকে। তাকে তুলে দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশের হাতে। অভিযোগের ভিত্তিতে সোনা হালদার নামে ওই গুনিনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
previous post