22 C
Kolkata
December 25, 2024
রাজ্য

স্বাধীনতা দিবসের আগে শিলিগুড়ি শহরে কড়া নিরাপত্তা বলয়

শিলিগুড়ি: ১৫ই আগস্ট নাশকতার ছক বানচাল করতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সেজন্য শিলিগুড়ি শহরকে কড়া নিরাপত্তা বলয়ে মোড়া হল। ৭৬তম স্বাধীনতা দিবসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশেষ নজরদারি। রেলস্টেশন, বিমানবন্দর, জাতীয় সড়ক সর্বত্র নাকাচেকিং চলছে।

দেশজুড়ে মহা সমারোহে পালিত হবে স্বাধীনতা দিবস। আর তাই ১৫ আগস্টকে কেন্দ্র করে ঘটতে পারে যেকোনও নাশকতামূলক ঘটনা। সেজন্য দেশের বিভিন্ন প্রান্তে আঁটোসাঁটো করা হয়েছে পুলিশি নিরাপত্তা। ব্যতিক্রম নয় শিলিগুড়ি শহরও। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশও কড়া নজরদারি চালাচ্ছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহরকে। শহরের সব থেকে ব্যস্ততম নিউ জলপাইগুড়ি স্টেশনে চলছে নাকা চেকিং।

সেই সঙ্গে বাড়ানো হল নিরাপত্তা। ১৫ই আগস্টের প্রাক্কালে স্টেশন চত্বরকে সুরক্ষা করতে এবং কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখতে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সহযোগিতায় স্নিফার ডগ দিয়ে রাজধানী সহ বিভিন্ন ট্রেনের কামরায় চিরুনিতল্লাশি করল রেলওয়ে পুলিশের আধিকারিকরা। মাঝে আর কয়েকটা দিন। এরপরই স্বাধীনতা দিবস। তাই স্বাধীনতা দিবসের দিন সমস্তরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই কোমর বেঁধেছে প্রশাসন। প্রসঙ্গত উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি। আর বাগডোগরা বিমানবন্দর ও নিউ জলপাইগুড়ি স্টেশন গুরুত্বপূর্ণ প্রবেশপথ হওয়ার কারণে কড়া নজরদারি চলছে সেখানে।

Related posts

Leave a Comment