সংবাদ কলকাতা: সোমবার ‘দুয়ারে রেশন’ প্রকল্পের পরিষেবা চালিয়ে যাওয়ার অনুমতি দিল দেশের শীর্ষ আদালত। অর্থাৎ যেমন চলছিল, তেমনই চলবে এই প্রকল্প। সুপ্রিম কোর্টের এই রায় রাজ্য সরকারের বড় স্বস্তি নিঃসন্দেহে।
নবান্ন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের পরই জেলাশাসকদের কাছে ‘দুয়ারে রেশন’ চালিয়ে যাওয়ার নির্দেশ পাঠানো হয়েছে।
২০২১ বিধানসভা নির্বাচনের আগে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যন্ত এলাকার মানুষের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প।
প্রতিশ্রুতি অনুযায়ী ২০২১ সালের নভেম্বরেই প্রকল্পটি চালু করে মমতা সরকার। এই প্রকল্পটি আমজনতার প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু প্রকল্পের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে ডিলারদেরই একাংশ। শুনানি শেষে ‘দুয়ারে রেশন’ প্রকল্প বন্ধ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য প্রশাসন। সোমবার হাই কোর্টের ওই মামলার শুনানির সময় স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত।
যদিও রাজ্য বিজেপির একটি অংশ থেকে এই রেশন প্রকল্পের প্রতিশ্রুতি ও পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিজেপির রাজ্য নেতাদের বক্তব্য, দুয়ারে রেশন আর রেশন দোকানে রেশন দুটোর মধ্যে বিশেষ কোনও তফাৎ নেই। কারণ, রাজ্যের অধিকাংশ গ্রামে দেখা গিয়েছে, বাড়িতে বাড়িতে নয়, বরং পাড়ার একটা নির্দিষ্ট জায়গা থেকে সবাইকে রেশন দেওয়া হয়। সেখানে এসেই সবাই রেশন নিয়ে যান। প্রত্যেক গ্রাহকের বাড়িতে বাড়িতে গিয়ে নয়। অতএব ওটা দুয়ারে রেশন নয়, পারে রেশন।