April 9, 2025
রাজ্য

স্বর্গের বাগান দেখতে হলে যেতে হবে দার্জিলিংয়ের গ্রামে

সংকল্প দে: দার্জিলিং জেলার একটি দুর্দান্ত গ্রাম মাংওয়া। এই গ্রামের সুন্দর প্রাকৃতিক পরিবেশের জন্য গ্রামটির আরেক নাম স্বর্গ। গ্রামের বিশেষ আকর্ষণ কমলালেবুর বাগান। যে বা যারা একবার কমলালেবুর বাগান দেখবে, একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে পড়বে। কমলালেবুর বাগান ছাড়াও রয়েছে চা বাগান, তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা, মনোরম প্রাকৃতিক পরিবেশ। এগুলি পর্যটকদের বিশেষ আকর্ষণীয়। যাঁরা অ্যাডভেঞ্চার প্রেমী তাঁদের কাছে নিঃসন্দেহে দুর্দান্ত স্পট। এছাড়া যাঁরা ফটো তুলতে ভালোবাসেন, নিঃসন্দেহে তাঁদের কাছেও এই স্থানটি বিশেষ পছন্দ হবে।

চারিদিকের মন্ত্রমুগ্ধকর পরিবেশ রয়েছে বলে স্বর্গের বাগান বলা হয় গ্রামটিকে। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সব থেকে আদর্শ সময় এই গ্রামে ভ্রমণ করবার। স্থানীয় বাসিন্দারাই হোমস্টে খুলেছেন। সেখানে আবার সকালের নাস্তা ফ্রি। হোমস্টেগুলি দুর্দান্ত। ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ, রুম হিটারের সুবিধা সহ একাধিক ব্যবস্থা রয়েছে। স্বর্গের বাগান দেখতে হলে যেতেই হবে এই গ্রামে। শহরের কোলাহল থেকে বেশ কিছুদিনের জন্য মুক্তি পেতে অসাধারণ একটি ঘোরার জায়গা। যে সমস্ত পর্যটকরা একবার এখানে আসেন, তাঁদের আবার দ্বিতীয়বার আসার ইচ্ছে হবে।

Related posts

Leave a Comment