সংবাদ কলকাতা, ২৯ সেপ্টেম্বর: স্বরূপনগরে যুবতীর নৃশংস খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। তার নাম নিসার আলী মোল্লা। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে খুনের কিনারা করল স্বরূপনগর থানার পুলিশ। ধৃতের বাড়ি বিথারী এলাকায় বলে সূত্রের খবর।
https://play.google.com/store/apps/details?id=com.son.songbadkolkata
জানা গিয়েছে, মৃত ওই যুবতীর বাড়ি বাংলাদেশের ঢাকার শ্যামপুরে। তাঁর নাম সুনয়া আক্তার। সে দীর্ঘদিন মুম্বইতে বিউটিশিয়ানের কাজ করত। ঘটনার দিন তাঁর বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু তাঁর কাছে কোনও বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি। সেজন্য অনুমান করা হচ্ছে, তিনি চোরা পথে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। সেই সময় কোনও দালাল চক্রের খপ্পরে পড়ে যান। সেখান থেকেই এই খুনের ঘটনা ঘটে। খুনের বিস্তারিত কারণ জানার জন্য দালাল চক্রের মূল পান্ডা নিছার আলী মোল্লাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।