28 C
Kolkata
April 5, 2025
কলকাতা

স্বরূপনগরে নজিরবিহীন ঘটনা, সংখ্যালঘু ভোটে এই প্রথম নির্বাচিত হবেন সংখ্যাগরিষ্ঠ প্রার্থী

সুভাষ পাল, স্বরূপনগর: স্বরূপনগরে এবারের পঞ্চায়েত নির্বাচনে নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। ৪৫ বছরের পঞ্চায়েত ব্যবস্থায় এবারই প্রথম কোনও সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচিত হবেন। তাও আবার মথুরামোহনের বিথারী-হাকিমপুর গ্রামপঞ্চায়েতের স্বরূপদহ গ্রামে। আর সেই প্রার্থীকে ভোটে জেতাবেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এই গ্রামের ১০৩ নম্বর বুথটি তফসিল সংরক্ষিত হওয়ায় এটা সম্ভব হচ্ছে বলে মনে করে রাজনৈতিক মহল। নবগঠিত এই বুথে এবার তিনজন প্রার্থী হয়েছেন। তাঁদের তিনজনই পুরুষ এবং সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের। যদিও এই গ্রামে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সংখ্যা কম। ফলে ২০৩ জন সংখ্যাগরিষ্ঠ ভোটার। আর সংখ্যালঘু ভোটার প্রায় ৬০০ জন।

আবার গ্রামের সিংহভাগ মানুষ কৃষিজীবী ও সংখ্যালঘু সম্প্রদায়ের। ফলে অতীতে কোনও সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ব্যক্তি প্রার্থী হলেও ভোটে জিততে পারেননি। আজ থেকে ৩০ বছর আগে, অর্থাৎ ১৯৯৩ সালে এখানকার তৎকালীন সিপিএম কর্মী নিতাই ঘোষ তৎকালীন কংগ্রেস প্রার্থী রফিকুল ইসলাম সরদারের বিরুদ্ধে প্রার্থী হলেও জয়ী হতে পারেননি। কিন্তু, এবার ১০৩ নম্বর বুথটি তফসিল সংরক্ষিত হওয়ায় সব রাজনৈতিক দলই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের প্রার্থীকে টিকিট দিতে বাধ্য হন। ফলে এই গ্রামে এবারই প্রথম একজন সংখ্যাগরিষ্ঠ প্রার্থী নির্বাচিত হবেন।

এই বুথে এবার শাসকদল তৃণমূলের প্রার্থী হলেন হারাধন সরকার। তিনি গ্রামের একজন সফল ব্যবসায়ী। তৃণমূলের নির্ধারিত প্রার্থীর বয়স কম থাকায় তাঁকে প্রার্থী হওয়ার জন্য দল অনুরোধ জানায়। সেই মতো তিনি জোড়াফুল প্রতীকে প্রার্থী হয়ে যান।

আবার কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুজয় বিশ্বাস। তিনি স্বরূপনগরের বড়ো বাঁকড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি আবার বিক্ষুব্ধ নারায়ণ গোস্বামীর গোষ্ঠীর তৃণমূল সদস্য হলেও টিকিট না পেয়ে কংগ্রেসের প্রতীকে ভোটে লড়ছেন। সুজয় বিশ্বাসের দাবি, যেহেতু তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন, সেহেতু নির্বাচনের পর তিনি কংগ্রেসেই থেকে যাবেন। আর তৃণমূলে ফিরবেন না। এই দুই প্রার্থীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষ হাসি কে হাসবে, তা সাধারণ মানুষই বলতে পারবেন।

অন্যদিকে এই বুথে এবার পাশের গ্রাম বিথারী থেকে একজন তফসিল সম্প্রদায়ের প্রার্থী নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূত্রের খবর, তিনি সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী। ওই প্রার্থীর নাম দীনবন্ধু মন্ডল। তবে এই প্রার্থীকে নিয়ে রয়েছে একাধিক সংশয়। সূত্রের দাবি, দলীয় স্তরে এই প্রার্থীর জনসমর্থন হয়তো প্রত্যাহার করার জন্য আবেদন করা হতে পারে। যদিও এব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

Related posts

Leave a Comment