28 C
Kolkata
April 6, 2025
কলকাতা

স্বপ্নপূরণ বাংলার, হাওড়া-NJP বন্দে ভারতের উদ্বোধন মোদীর, জোকা মেট্রোরও সূচনা

সংবাদ কলকাতা: রাজ্যে চালু হল প্রধানমন্ত্রীর স্বপ্নের সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার হাওড়া স্টেশনে প্রধানমন্ত্রীর সশরীরে উপস্থিত থেকে উদ্বোধন করার কথা ছিল। কিন্তু শুক্রবার ভোরবেলা তাঁর মায়ের মৃত্যুর কারণে উপস্থিত হতে পারেননি তিনি। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে ভার্চুয়ালে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি আজ জোকা মেট্রোরও সূচনা করেন ভার্চুয়ালে।

সেই অনুষ্ঠানে মোদী বলেন, ‘আজ আপনাদের মধ্যে সশরীরে আমার আসার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে আমি পারলাম না। সেজন্য আপনাদের সকলের কাছে এবং বাংলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

জানা গিয়েছে, ১ জানুয়ারি থেকে নিয়মিত চলাচল করবে বন্দে ভারত এক্সপ্রেস। প্রথম পর্যায়ে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে এই এক্সপ্রেস। যাত্রাপথে ১৬টি স্টেশনে থামবে ট্রেনটি। হাওড়া থেকে ছেড়ে ডানকুনি, কামারকুন্ডু, মশাগ্রাম, বর্ধমান, খানা জংশন, বোলপুর, আহমেদপুর, সাঁইথিয়া, রামপুর হাট, ছাতরা, মালদহ, মুকুরিয়া জংশন, বার্সাই কিসানগঞ্জ, আলুয়া বাড়ী রোড হয়ে নিউ জলপাইগুড়িতে পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস।

Related posts

Leave a Comment