সুভাষ পাল, সংবাদ কলকাতা: মন্ত্রিসভার সবুজ সঙ্কেত পাওয়ার অপেক্ষা। এবার স্নাতকে ভর্তির অভিন্ন পোর্টাল চালু করতে চলেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। সমস্ত আয় ও ব্যয়ের হিসেব নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ করবে উচ্চশিক্ষা দপ্তর। অনলাইনেই ভর্তির আবেদন করা যাবে। পাশাপাশি ভর্তির টাকাও অনলাইনে জমা করা যাবে। সেজন্য পোর্টালের পেমেন্ট অপশনে শিক্ষা দপ্তরের ব্যাঙ্ক একাউন্ট-এর লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে ভর্তির ফি পেমেন্ট করা যাবে। শিক্ষার্থীদের পেমেন্ট করা ভর্তির টাকা সংশ্লিষ্ট কলেজকে শিক্ষা সংসদ পাঠিয়ে দেবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি পোর্টালের মাধ্যমে সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে স্নাতকের ভর্তির প্রক্রিয়া সংগঠিত করার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু গতবছর সেই সিদ্ধান্ত শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হয়। এবার তা কার্যকর করতে চলেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর।
previous post