29 C
Kolkata
August 3, 2025
কলকাতা

স্টং রুমে প্রবেশের অভিযোগ ভিত্তিহীন, বললেন ডাঃ নির্মল মাজি

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া: বিধায়ক ও ডা: নির্মল মাজির বিরুদ্ধে স্ট্রং রুমে প্রবেশের অভিযোগ তোলে বিরোধীরা। তার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি স্ট্রং রুমের ত্রি- সীমানায় ছিলেন না বলে দাবি করেন।

প্রসঙ্গত, রবিবার রাত্রে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়কের বিরুদ্ধে রাতের অন্ধকারে স্ট্রং রুমে প্রবেশের অভিযোগ ওঠে। তবে এবিষয়ে বিধায়ক ডা: নির্মল মাজি জানান, ‘রবিবার সন্ধ্যা থেকে রাত্রি সাড়ে এগারটা পর্যন্ত দলীয় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আমি হাজির ছিলাম। এছাড়াও ঐ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া র ৩টি কেন্দ্রের ব্লক সভাপতি এবং দলীয় কর্মীরা। যে সময় আমি সভা করছিলাম, সেই সভা চলাকালীনই এমন অভিযোগ বিরোধীদের ‘।

বিধায়ক ডাঃ নির্মল মাজি আজ বলেন, বিরোধীরা বুঝতে পারছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ওরা বুঝে গেছে নির্বাচনে মানুষ ‘মা মাটি মানুষ’-এর সরকারের পক্ষে। তা বুঝে, ভোটের ফলাফলের আগেই মিথ্যা অপপ্রচার করছে বিরোধীরা। তিনি আরও জানান, এটা কর্মী ধরে রাখার জন্য বিরোধীদের একটা পন্থা।

Related posts

Leave a Comment