21 C
Kolkata
December 24, 2024
রাজ্য

স্কুল শিক্ষকদের টিউশন বন্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য

সুমন মল্লিক, সংবাদ কলকাতা: শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির কয়েকজন সদস্য। উল্লেখ্য, ১ মে সরকারি স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা নিয়ে কড়া মন্তব্য করে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল কর্তৃপক্ষকে তিন মাসের মধ্যে টিউশনরত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

হাইকোর্টের এই নির্দেশের পরেই পশ্চিম গৃহশিক্ষক কল্যাণ সমিতি শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এব্যাপারে বিস্তারিত আলোচনা করে। শিক্ষামন্ত্রী গৃহশিক্ষকদের আস্বস্ত করেন কোর্টের নির্দেশনামা মোতাবেক খুব দ্রুত এব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। এবং টিউশনরত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গৃহশিক্ষকদের পক্ষ থেকে পাঁচশো প্রমাণ সহ প্রায় পাঁচ হাজার স্কুল শিক্ষকদের একটি তালিকা তুলে দেওয়া হয় শিক্ষামন্ত্রীর হাতে। যাঁরা এখনও রীতিমতো আইনকে তোয়াক্কা না করে বিপুল পরিমাণে হিসাব বহির্ভূত অর্থ উপার্জন করছে।

Related posts

Leave a Comment