সংবাদ কলকাতা: বজ বজ ট্রাঙ্ক রোডে দুর্ঘটনা যেন লেগেই আছে। ফের দুর্ঘটনার কবলে এক স্কুল ছাত্রী ও তাঁর দাদু। দক্ষিণ 24 পরগনার মহেশতলা থানার রামপুর বজবজ ট্রাঙ্ক রোডে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
জানা গিয়েছে, স্কুল ছুটি হবার পর নাতিকে সঙ্গে নিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন দাদু। ফেরার পথে পেছন থেকে বেপরোয়া দশ চাকার লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দাদুর। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় নাতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ধাক্কা মারার পর বেশ কিছুটা দূরে পালিয়ে যায় ওই ঘাতক গাড়িটি। ইতিমধ্যেই পুলিশ গাড়ি ও চালককে আটক করেছে। গোটা ঘটনার তদন্ত করছে। জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রে পুলিশ দাদুর দেহ পাঠানো হয়েছে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে।