23 C
Kolkata
December 26, 2024
রাজ্য

স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, গ্রেপ্তার স্কুল শিক্ষক

শিলিগুড়ি: স্কুলের চাকরি পাইয়ে দেবার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি কমিশনারেটের আমবাড়ির পুলিশ। শিক্ষকের নাম পঙ্কজ কুমার বর্মন। তিনি শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক। বাড়ি কোচবিহারে। শিলিগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে থাকতেন তিনি। উনার স্ত্রী একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে আমবাড়ি পুলিশ অভিযান চালিয়ে পঙ্কজ কুমার বর্মনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার সকালে বরদাকান্ত বিদ্যালয় খোলার পর ওই বিদ্যালয়ের সকল শিক্ষক ঘটনাটি জানতে পারেন। তাঁরা রীতিমতো অবাক হয়ে যান এই ঘটনায়।

সূত্রে খবর, কিছুদিন আগে আমবাড়ি ফাঁড়িতে এক যুবক চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা করা হয়েছে এই অভিযোগ জানান। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে আমবাড়ি এলাকার একটি বিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করে। নাম সন্তোষ কুমার বর্মন। সেই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করার পর পঙ্কজ কুমার বর্মনের নাম উঠে আসে। এদিন তাঁকে জলপাইগুড়ির আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

Leave a Comment