সংবাদ কলকাতা : এবার স্কুলে গ্ৰুপ ডি পদে নিয়োগের তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার সিবিআই-এর এক দাবি ঘিরে এই পদক্ষেপ নিল রাজ্যের উচ্চ আদালত। এদিন সিবিআই আদালতে দাবি করেছে, গ্রুপ ডি পদে রাজ্যের স্কুলগুলিতে যে নিয়োগ হয়েছে, তার অধিকাংশই অবৈধ। সিবিআই-এর অভিযোগ, স্কুলগুলিতে গ্ৰুপ ডি কর্মী নিয়োগে অধিকাংশ ক্ষেত্রেই আকাশ ছোঁয়া দুর্নীতি করা হয়েছে। তাদের দাবি, গ্ৰুপ ডি পদে ৪ হাজার ৪৮৭টি শূন্য পদের মধ্যে ২ হাজার ৮২৩টি পদে নিয়োগ হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে। এমনকি তাঁদের ওএমআর শিট বা উত্তরপত্র সঠিক নয়। সেখানে পুরোপুরি কারচুপি করা হয়েছে।
এদিন গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আদালতে সিবিআইয়ের এই চাঞ্চল্যকর অভিযোগ পেয়ে বিচারপতি কড়া মনোভাব দেখান। স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদের কাছে মোট চারটি বিষয়ে তথ্য তলব করেন।
প্রথমত, আগামী সাত দিনের মধ্যে আদালতে জানাতে হবে গ্ৰুপ ডি-র জন্য মোট কত শূন্যপদ ছিল? দ্বিতীয়ত, এসএসসির পক্ষ থেকে কত সুপারিশপত্র দেওয়া হয়েছে? তৃতীয়ত, কতজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে? চতুর্থত, যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে তাঁদের পরিচয় ও বিস্তারিত বিবরণ আদালতে পেশ করতে হবে। বিশেষ করে তাঁরা এখন কোন স্কুলে চাকরি করছেন? তাঁদের বাবার নাম কী? বিচারপতি এই নির্দেশের পাশাপাশি এদের আর্থিক লেনদেন খতিয়ে দেখার জন্য ইডি-কে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন। যা নিয়ে নিয়োগ দুর্নীতিতে নতুন করে ঘৃতাহুতি পড়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
