আলিপুরদুয়ার: স্কুলের মিড ডে মিলের খাবারের মেনুতে ফ্রায়েড রাইস থেকে মুরগির মাংস, মিষ্টি সহ রকমারি সব খাবার। শুনে অবাক হলেন! অবাক হওয়ারই কথা। যেখানে রাজ্যে বহু স্কুলে মিড ডে মিলের খাবার নিয়ে নানা অভিযোগের কথা শোনা যায়, যেখানে খাবারের মান নিয়ে ওঠে আসে নানা প্রশ্ন। সেখানে এমন দৃশ্য দেখে অবাক হওয়ারই কথা। বুধবার ফালাকাটা উত্তর মণ্ডলে একটি স্কুলে পড়ুয়াদের খাবারে ছিল ফ্রায়েড রাইস থেকে মুরগির মাংস, মিষ্টি সহ রকমারি সব খাবার।
জানা গিয়েছে, আলিপুরদুয়ারের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় পড়ুয়াদের পাতে পড়ল রকমারি সব খাবার। শুধুমাত্র ফ্রায়েড রাইস নয়, এদিন খাবারের মেনুতে ছিল মুরগির মাংস ও মিষ্টি। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র বর্মন জানিয়েছেন, ‘সন্তানসম ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই এই আয়োজন করা হয়। এই এলাহী আয়োজনে প্রায় ৫০০ জনের ওপর ছাত্র-ছাত্রী খাবার গ্রহণ করে। এভাবে তাদের খাইয়ে আমাদের খুবই ভালো লাগছে।’ এমন খাবার খেয়ে বেজায় খুশি পড়ুয়ারা।
previous post