ময়নাগুড়ি, ৮ সেপ্টেম্বর: ছাত্রদের খেলার মাঠে বেশ কয়েকজন দুষ্কৃতী ভাঙা কাচের টুকরো ফেলে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে দ্বারকামারি জুনিয়র বেসিক স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা ময়নাগুড়ির ধূপগুড়ি ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করেন। এদিন দুপুরে জাতীয় সড়কের হলহলিয়া সংলগ্ন এলাকায় এই অবরোধ করেন তাঁরা। প্রায় দেড় ঘন্টার বেশি সময় ধরে চলে এই অবরোধ। পরে ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে তাঁদের সমস্যার কথা শুনে আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন।
previous post
next post